দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় জমা জলে (Kolkata Heavy Rain) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সিইএসসি (CESC)। বৃহস্পতিবার এমনই ঘোষণা করা হয়েছে বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার তরফে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কলকাতার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তার দায় নিতেই হবে সিইএসসি-কে। পরিবারের একজনকে চাকরি দিতে হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে চাকরি দেবে সরকার। কিন্তু অন্তত পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হোক। এদিন দেখা গেল, গোয়েঙ্কার সংস্থা বেছে নিয়েছে দ্বিতীয়টি।