দ্য ওয়াল ব্যুরো: রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক মৃত্যুর খবর। অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তিন জন বিদ্যুৎস্পৃষ্ট। পরিস্থিতি ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে শহর জুড়ে। খোলা তার, জলমগ্ন রাস্তায় বিপদ আরও বাড়ছে।
এই আবহে সরাসরি সিইএসসি-র পরিকাঠামোকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee blames CESC for loss of life due to exposed power lines)।