দ্য ওয়াল ব্যুরো: লস অ্যাঞ্জেলেস (২০২৮) অলিম্পিক্সের আগে অপ্রত্যাশিত ধাক্কা। ক্রিকেট যখন অলিম্পিক্সের মঞ্চে ফিরছে, তখন তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) নির্বাসিত করল আমেরিকাকে (USA Cricket)। আড়ালে একটার পর একটা নিয়ম ভাঙা, শাসনব্যবস্থার গড়বড় আর মার্কিন অলিম্পিক্স কমিটির (USOPC) স্বীকৃতি না পাওয়ার গুচ্ছ গুচ্ছ অভিযোগ।
কেন এই শাস্তি?
আইসিসির রায় স্পষ্ট: বারবার সতর্ক করা সত্ত্বেও নিয়ম মানছে না ইউএসএ ক্রিকেট। তিনটে বড় ব্যর্থতা এই শাস্তির মূল কারণ!
১) কার্যকর প্রশাসনিক কাঠামো তৈরি করতে না পারা।