দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপূজার প্রাক্কালে উৎসবের আমেজকে আরও রঙিন করতে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব তাদের ২৫তম দুর্গাপূজার থিম সং 'আমার জননী তুমি' প্রকাশ করেছে। গানটি মা দুর্গা এবং বাংলার সবচেয়ে প্রিয় এই উৎসবের প্রতি এক মর্মস্পর্শী শ্রদ্ধাঞ্জলি।
গানটিতে তিন বিখ্যাত শিল্পীর সৃজনশীল মেলবন্ধন ঘটেছে। এর গীতিকার রাজ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সুরকার লক্ষ্মীছাড়ার কিবোর্ডিস্ট দেবাদিত্য চৌধুরী এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক রাঘব চট্টোপাধ্যায়।
#REL