দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীত যার জীবনের নিশ্বাস, সে যে জায়গাতেই থাকুক না কেন, সুর যেন নিজেই এসে খুঁজে নেয় তাকে। কখনও ঘরের কোণে, কখনও স্টেজে, আবার কখনও একেবারে অচেনা জায়গায়ও মিলেমিশে যায় সেই সুরের মূর্ছনা। এমনই এক দৃশ্য এবার দেখা গেল সোশ্যাল মিডিয়ায়—পোস্ট করেছেন গায়ক রাঘব চট্টোপাধ্যায়, যাঁর নামেই আজ বাংলা সঙ্গীত জগতে এক আলাদা মাধুর্য মিশে আছে।
#REL