দ্য ওয়াল ব্যুরো: অবসর জীবন মানেই কি অনিশ্চয়তার ভয়? এখন আর নয়! সরকার সম্প্রতি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC)-এর ব্যক্তিগত পলিসির উপর থেকে GST মকুবের ঐতিহাসিক ঘোষণা করেছে। দেশের কোটি কোটি মানুষের অবসর জীবনকে আরও সুরক্ষিত ও নিশ্চিন্ত করার এক নতুন দিশা এনেছে এই সিদ্ধান্ত। এর ফলে সেরা LIC পলিসিগুলি এখন অনেক বেশি সাশ্রয়ী এবং লাভজনক হয়ে উঠেছে। তাই যারা অবসরের পর নিশ্চিন্ত জীবন চান, তাদের জন্য এই মুহূর্তে LIC-এর সেরা পলিসিগুলিতে বিনিয়োগ করা অত্যন্ত জরুরি।
বিমা পলিসিতে GST মকুব: এক নতুন দিগন্ত