দ্য ওয়াল ব্যুরো: কোনও ব্যবসা নয়, শেয়ার বাজারে ঝুঁকি নয়, শুধুমাত্র মিতব্যয়ী জীবনযাপন আর ধারাবাহিক সঞ্চয়ের (personal savings formula) মাধ্যমে ৪৫ বছর বয়সেই অবসর নিয়েছেন এক ভদ্রলোক। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৪.৭ কোটি টাকা! অথচ এখনও তিনি থাকেন একটি পুরনো দু’কামরার ফ্ল্যাটে, চড়েন স্কুটারে। তাঁর সন্তানরাও জানে না বাবার প্রকৃত সম্পত্তির কথা।
সম্প্রতি Reddit-এ ভাইরাল হওয়া এক পোস্টে এই গল্প উঠে এসেছে। পোস্টটি শেয়ার করেছেন @u/CAGRGuy নামে এক ব্যবহারকারী, যিনি লিখেছেন, এটি তাঁর কাকুর জীবনের গল্প।