দ্য ওয়াল ব্যুরো: জিএসটির (GST) সাফল্য দাবি করে ফের ভাষণে অনেকটা সময় ব্যয় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। বৃহস্পতিবার লখনউে উত্তর প্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড (International Trade Show, at Lucknow, Uttar Pradesh) শো'য়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জিএসটির হারের সাম্প্রতিক সংস্কারের সুবিধার নানাদিক তুলে ধরেন।
কীভাবে সাধারণ মানুষ হালে চালু হওয়া নয়া জিএসটি হার চালুর ফলে উপকৃত হয়েছেন তার দৃষ্টান্ত তুলে ধরতে শার্টের দামের প্রসঙ্গ তোলেন।
#REL