দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-এর নামের পেছনে লুকিয়ে আছে এক অজানা গল্প। তাঁর পরিবারের পদবি 'বচ্চন' আসলে তাঁর বাবা, বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন-এর ছদ্মনাম। জাতিপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি নিজের আসল পদবি 'শ্রীবাস্তব' ছেড়ে এই নাম গ্রহণ করেছিলেন (‘Inquilab’ to ‘Bachchan’)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিতাভের ছোট ভাই অজিতাব বচ্চন এই অজানা তথ্যটি সবার সামনে এনেছেন। তিনি আরও জানান, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় জন্ম হওয়ায় অমিতাভের নাম প্রথমে 'ইনকিলাব' (Inquilab) রাখার কথা ভাবা হয়েছিল।
#REL