গার্গী দাস
শহরের বুকে কত গল্পই না রোজ লেখা হয়। কত মানুষ কত রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যান! কেউ মুখে বলেন, কেউ বলেন না। কলকাতার রাস্তায় একটু চোখ-কান খোলা রাখলেই না জানি কত আর্তনাদ কানে আসবে। শুনতে পাবেন, কেই লড়াই করে ব্যর্থ, কেউ লড়াই করার সাহসই জোগাতে পারছেন না, আবার কেউ লড়াইয়ে জিতেও হেরে গেছেন নিজের কাছে। ভাগ্যে বিশ্বাস করেন যাঁরা, তাঁরা নিশ্চয়ই ভাববেন কপাল মানুষকে কোথা থেকে কোথায় আনবে, কেউ বলতে পারে না। কিন্তু সবটাই কি ভাগ্য?