দ্য ওয়াল ব্যুরো: চুল পড়া আজকের দিনে সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যাগুলির মধ্যে একটি। কিশোর থেকে শুরু করে কর্মজীবী মানুষ, বয়স নির্বিশেষে এই সমস্যায় ভুগছেন। এতে অনেকেই মনে করেন যেন নিজেদের পরিচয়েরই এক অংশ হারিয়ে ফেলছেন।
ইন্টারনেট জুড়ে নানা 'ম্যাজিক ফুড'-এর দাবি ভেসে বেড়ায়। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এমন একটি রিল, যেখানে বলা হচ্ছে রাতে গরম দুধের সঙ্গে মাখনা খেলে নাকি চুল পড়া বন্ধ হয়ে যায়। কিন্তু আদৌ কি তা সম্ভব? খোঁজ নিয়েছে দ্য ওয়াল।
#REL