দ্য ওয়াল ব্যুরো: শশধর মুখোপাধ্যায় শুরু করেছিলেন মুখোপাধ্যায় বাড়ির দুর্গা পুজো (Mukherjee Bari Durga Pujo)। প্রযোজক সংস্থার এই পরিবার থেকে একে একে তারকা নায়ক, নায়িকা, পরিচালক, প্রযোজককে পায় বলিউড। বম্বেতে বাঙালিদের সাম্রাজ্য তৈরি করেছিলেন এই মুখোপাধ্যায় বাড়ি।
বলিউড কুইন কাজল, রানি মুখোপাধ্যায়ের পূর্বপুরুষ হলেন এই শশধর মুখোপাধ্যায়। এই পরিবারের আর এক সদস্য দেব মুখোপাধ্যায় এই বছর মার্চ মাসে প্রয়াত হন। কাজল, রানির কাকা হন তিনি। কাকার প্রয়াণে কালাশৌচ চলছে মুখোপাধ্যায় বাড়িতে। তাঁদের এত বছরের ঐতিহ্যবাহী পুজো কি এবার হবে?