দেবপ্রিয় সেনগুপ্ত
অনেকেই এখন পাড়ি দিয়েছেন উত্তরবঙ্গে। পুজোয় এখন লম্বা ছুটি। দার্জিলিং কিংবা কালিম্পং এবং তার আশেপাশে তথাকথিত নাম না জানা নানা হট স্পট দিনকে দিন পর্যটকরদের হাতছানি দিলেও ছুটিছাটায় এখনও খুব একটা পিছিয়ে থাকবে না একদা বাঙালির আর এক বাসস্থান হয়ে ওঠা কার্শিয়ং-ও। পুজোয় অনেকেই যেমন বেড়াতে যেতেই ভালবাসেন, কেউ কেউ আবার বেড়াতে গেলেও মন পড়ে থাকে নিজের পাড়ার বা এলাকার শারদোৎসবের দিকেই। এমন যাঁরা এই লেখা পড়ছেন, তাঁদের জন্য একটা সুখবর রয়েছে।