দ্য ওয়াল ব্যুরো: শীত-গ্রীষ্ণ-বর্ষা বাঙালি মানেই দিপুদা। আর হাতের কাছে যখন একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড় আছে, তখন রাজ্যের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। পাহাড়ের প্রসঙ্গ উঠলে দার্জিলিং তালিকায় প্রথমে থাকে (Best Homestays in Sittong)।
আজকাল ম্যাল বাদেও সেখানকার অফবিট জায়গাগুলোও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যেমন দার্জিলিং জেলার সিটং (Sittong)। হাতে খুব কম সময় থাকলেও সিটং পৌঁছে যেতে পারেন যেকেউ। নিউ জলপাইগুড়ি থেকে খুব বেশি সময় লাগে না, উচ্চতাও তুলনামূলকভাবে কম। তাই বয়স্কদের বা শারীরিক সমস্যা রয়েছে এমন মানুষজনের কোনও অসুবিধা হয় না।
#REL