শুভদীপ বন্দ্যোপাধ্যায়
"রাহুল কে আর দোষ দিয়ে কি হবে? If the lady herself is willing ..."
"তা দিদির কানে খবরটা কে তুলল?"
"আহ! এসব খবর আবার কানে তুলতে লাগে নাকি। ম্যাগাজিনে ছবি বেরিয়েছে খবর কি আর চাপা থাকে!"
"পরমার শরীরটা বুঝি খুবই খারাপ হয়েছে না রে।
হবে না শাশুড়ির অত বড় একটা অসুখ গেল কম ধকল কি আর পোয়াতে হয়েছে ওকে।"
সিঁদুরখেলা নারীমুখ মানেই আজও সবার প্রথমেই মনে পড়ে 'পরমা' (Parama) সিনেমার রাখী গুলজারের (Rakhi Gulzar) কথা। এই ছবির টাইটেল কার্ড শুরু হয় বনেদি বাড়ির পুজো দিয়ে।