দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ডের (Aadhar Card Update) তথ্য সংশোধনে খরচ আরও বাড়ল (Aadhar Card Update Price Hike)। নাম, ঠিকানা থেকে শুরু করে আঙুলের ছাপ (Biometric) বা চোখের মণি— সব কিছু আপডেট করতে এবার গুনতে হবে বেশি টাকা। নয়া ফি কাঠামো কার্যকর হয়েছে ১ অক্টোবর, ২০২৫ থেকে। চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২৮ পর্যন্ত। পরে ২০২৮ সালের অক্টোবরে ফের খতিয়ে দেখা হবে এই নিয়ম।
কোন ক্ষেত্রে কত খরচ