সঞ্জু সুর
মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়েছে এসআইআরের (SIR) কাজ। সেই প্রেক্ষিতেই এদিন বিকেলে সর্বদল বৈঠক (All Party Meeting) করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO West Bengal) মনোজকুমার আগরওয়ালের দফতর। সূত্রের খবর, সেই বৈঠকের শুরুতেই আধার ইস্যুতে উত্তেজনা ছড়ায়।