দ্য ওয়াল ব্যুরো: গত প্রায় এক বছর ধরে তৃণমূলের মিডিয়ার দায়িত্ব মোটামুটি ভাবে অরূপ বিশ্বাসই সামলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল, কবে কে কোথায় সাংবাদিক বৈঠক করবেন, কোন চ্যানেলের কোন বিতর্ক সভায় কে যাবেন তা অরূপ বিশ্বাসই স্থির করবেন। তাঁকে সঙ্গত করবেন দলের মুখপাত্র কুণাল ঘোষ।