দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঘটে গেল নৃশংস ঘটনা। এক যুবককে গুলি করে খুন (Shoot to Death) করল দুই বন্ধু। তাদের মধ্যে একজন আবার ঘটনাটি ভিডিও করে! ১১ সেকেন্ডে ৩ বার গুলি চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
মীরাটে (Meerut) প্রকাশ্য রাস্তায় এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ওই যুবককে মারধর করারপর তিনবার গুলি করে তারই দুই বন্ধু। আর অপরাধের মুহূর্তেই ভিডিও (Video Footage) করে তা ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। পুলিশ জানিয়েছে, শহরে এই প্রথম এমনভাবে খুনের ঘটনাকে ক্যামেরাবন্দি করে ইচ্ছে করে ভাইরাল করা হয়েছে।
#REL