দ্য ওয়াল ব্যুরো: আমেদাবাদের (Ahmedabad) এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার (Air India Crash) তদন্ত নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হল। এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ALPA India) অভিযোগ করেছে, বিমান দুর্ঘটনা তদন্ত দফতরের (AAIB) প্রকাশিত প্রাথমিক রিপোর্ট যথেষ্ট তাড়াহুড়ো করে তৈরি হয়েছে এবং এর ভাষা এমন যে তা ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি করছে।
গত জুন মাসে এই দুর্ঘটনায় ২৬০ জন যাত্রীর মৃত্যু হয়। আর শুক্রবার দিল্লিতে এএআইবি–র কর্তাদের সঙ্গে বৈঠকে নিজেদের অসন্তোষ স্পষ্ট জানায় পাইলট সংগঠন।