দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গাপুরে গিয়ে যৌনকর্মীদের সঙ্গে অসভ্যতা। তাদের প্রথমে মারধর করে যাবতীয় কিছু লুটে নেয় দুই ভারতীয় যুবক।
ঘটনায় অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিশ। চুরির কথা স্বীকার করে নেন অরক্কিয়াসামি ডাইসন (২৩) এবং রাজেন্দ্রন মায়িলারাসন (২৭)। দোষী সাব্যস্ত করে তাঁদের পাঁচবছর জেলের সাজা শোনাল সিঙ্গাপুর প্রশাসন।
#REL
জানা গেছে, শুক্রবার আদালত তাঁদের প্রত্যেককে পাঁচ বছর এক মাসের জেল ও ১২ বেত্রাঘাতের সাজা শুনিয়েছে।