দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে দুই যৌনকর্মীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় দোষী সাব্যস্ত হল দুই ভারতীয় যুবক (Indian men jailed)। তাদের ৫ বছর ১ মাসের কারাদণ্ড এবং ১২ দফা বেত্রাঘাতের সাজা দিয়েছে আদালত।
সূত্রে খবর, অরকিয়াসামি ডাইসন (২৩) এবং রাজেন্দ্রন মায়িলারাসন (২৭)- এই দুই যুবক নিজেদের অপরাধ স্বীকার করেছে।