দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরে প্রাক্তন বিচারপতি রমেশ গর্গের বাড়িতে দুঃসাহসিক চুরি। পুলিশের দাবি, কয়েক লক্ষ টাকা নগদ ও গয়না লোপাট করেছে চোরেরা। ঘটনা ঘটেছে রাখি বন্ধনের দিন। একই দিনে আশপাশের এলাকায় আরও বেশ কয়েকটি একই ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে, কীভাবে পেশাদার পরিকল্পনায় ঘটানো হয় এই অপরাধ। চুরির সময় অ্যালার্ম বেজে উঠলেও বিন্দুমাত্র বিচলিত হয়নি দুষ্কৃতীরা। মুখোশ, হাতমোজা পরে, লোহার রড হাতে প্রাক্তন বিচারপতির বাড়িতে ঢুকে প্রায় ২০ মিনিট ধরে সব তোলপাড় করে।
#REL