দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সেরা চিজ ডেসার্টের তালিকায় দেশের জনপ্রিয় মিষ্টি। প্রথম ১০-এ নাম না থাকলেও টেস্ট অ্যাটলাসের তালিকায় নাম থাকায় উচ্ছ্বসিত সকলে। কোন মিষ্টি এমন বিশ্বসেরা হল?
বিভিন্ন রিপোর্ট ও টেস্টঅ্যাটলাসের তথ্য বলছে, প্রতিবেশী অর্থাৎ ওড়িশার 'ছানা পোড়া' এই আন্তর্জাতিক ফুড প্ল্যাটফর্মের করা লিস্টে ১২ নম্বরে জায়গা করে নিয়েছে। ইউরোপ, এশিয়া ও অন্যান্য দেশের নানা বিখ্যাত চিজ–ভিত্তিক ডেজার্টের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে এই ভারতীয় মিষ্টি।
#REL