দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় ১১ জন শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন চিকিৎসক প্রবীন সোনি। শনিবার গভীর রাতে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অভিযোগ, তিনি-ই শিশুদের প্রাণঘাতী ‘কোলড্রিফ’ নামের কাশির ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন।
এর আগে শনিবার সকালে ঘটনার তদন্তে নেমে পুলিশ এফআইআর দায়ের করে চিকিৎসক সোনির নামে। পাশাপাশি মামলা রুজু হয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা স্রেসুন ফার্মাসিউটিক্যালস-এর বিরুদ্ধেও। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১০৫ ও ২৭৬ এবং ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট-এর ২৭(এ) ধারায় মামলা হয়েছে।
#REL