দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে ১৯ জন শিশুর মৃত্যুর ঘটনায় (Madhya Pradesh child deaths) বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা কফ সিরাপ ‘কোল্ডরিফ’-এ (Coldrif cough syrup) এমন উপাদান রয়েছে যা ৪ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ। সম্প্রতি একটি রিপোর্টে উঠে আসা ২০২৩ সালের এক সরকারি নির্দেশে এই তথ্য মিলেছে।
‘কোল্ডরিফ’ সাধারণত শিশুদের সর্দি-কাশির লক্ষণ যেমন নাক দিয়ে জল পড়া, হাঁচি, গলা ব্যথা এবং চোখ জ্বালা কমানোর ওষুধ হিসেবে দেওয়া হয়। এই সিরাপে থাকে তিনটি প্রধান উপাদান, ক্লোরফেনিরামিন ম্যালিয়েট, প্যারাসিটামল এবং ফেনাইলেফ্রিন।