দ্য ওয়াল ব্যুরো: ভূমিধসের দাপটে (North Bengal Land Slide) রবিবার পর্যটকদের জন্য দার্জিলিংয়ের (Darjeeling) একাধিক দর্শনীয় স্থান বন্ধ করে দিয়েছিল জিটিএ। টাইগার হিল (Tiger Hill), সান্দাকফু (Sandakphu), রক গার্ডেনের মতো জনপ্রিয় জায়গাগুলিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল নিরাপত্তার স্বার্থে। তবে মাত্র একদিনের মধ্যেই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় সোমবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে আবারও প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ি পর্যটন, ফের ভিড় বাড়ছে দার্জিলিং ও কালিম্পংমুখী পর্যটকদের (North Bengal Flood)।