দ্য ওয়াল ব্যুরো: 'ফোনে চার্জ নেই, কাল থেকে পাওয়ার কাট। জানি না কখন কারেন্ট আসবে। গাড়ি স্টার্ট করে চার্জ দিতে হচ্ছে,' উদ্বিগ্ন মানসীর গলা। সঙ্গে মেয়ে আর ৬ মাসের ছোট্ট ছেলেটা। উত্তরবঙ্গে (North Bengal flood) পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)।
প্রথমে দার্জিলিঙে (Darjeeling) ছিলেন মানসীরা। অফবিট লোকেশন হিসেবে তিনচুলে, তাকদার প্ল্যান ছিল। আরও দু'তিন দিন থাকার কথা ছিল।