দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরেই দ্বিতীয়বার মা হয়েছেন টলিপাড়ার পরিচিত মুখ, খলনায়িকা মানসী সেনগুপ্ত। আগেই এক কন্যাসন্তানের মা ছিলেন তিনি। এবার কোলে এসেছে পুত্র—অধ্যায়। কিন্তু আনন্দের এই সময়ে নায়িকার দিকে ধেয়ে আসছে এ কুরুচিকর মন্তব্য। “ছেলের বাবা কে?”, “স্বামীকে দেখা যায় না কেন?” এসব ব্যক্তিগত প্রশ্নে বারবার জেরবার হতে হয়েছে তাঁকে।
মানসী বহুবার জানিয়ে এসেছেন, তাঁর স্বামী ক্যামেরার সামনে স্বচ্ছন্দ নন। তিনি নিজেও কখনও জোর করেন না। তবুও ট্রোলিং থামে না। সম্প্রতি এক পডকাস্টে ফের মুখ খুললেন অভিনেত্রী, আরও স্পষ্ট করে বললেন তাঁর অবস্থান।
#REL