দ্য ওয়াল ব্যুরো: প্রথম সেটে পিছিয়ে থেকেও শেষ হাসি হাসলেন ইয়ানিক সিনার (Jannik Sinner)। রবিবার ভিয়েনা ওপেনের (Vienna Open) ফাইনালে জার্মানির (Germany) আলেকজান্ডার জেরেভকে (Alexander Zverev) হারিয়ে মরশুমের চতুর্থ শিরোপা জিতলেন ইতালিয়ান (Italy) তারকা। স্কোরলাইন: ৩–৬, ৬–৩, ৭–৫।
এই জয়ের সুবাদে ইনডোর হার্ডকোর্টে (Indoor Hardcourt) সিনারের অপ্রতিরোধ্য পারফরম্যান্সের ধারা আরও লম্বা হল। ছিনিয়ে নিলেন টানা ২১ জয়। পাশাপাশি ২৪ বছর বয়সি খেলোয়াড়ের এটিপি-র (ATP Tour) কেরিয়ার খেতাবের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২–এ। শীর্ষ ১০ প্রতিদ্বন্দ্বীদের (Top 10 Players) বিরুদ্ধে জয় এই মুহূর্তে ৫১।