দ্য ওয়াল ব্যুরো: পরিবেশগত বিধি লঙ্ঘনের অভিযোগে অভিনেতা কিচ্চা সুদীপের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস কন্নড়'-এর স্টুডিও অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে কর্ণাটক রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (KSPCB)।
বেঙ্গালুরু দক্ষিণের বিদাদিতে অবস্থিত এই স্টুডিওর অপারেটর, ভেলস স্টুডিওস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডকে (জলি উড স্টুডিওস অ্যান্ড অ্যাডভেঞ্চারস) গত ৬ অক্টোবর এই নোটিশ জারি করা হয়।
#REL
সরকারি বিজ্ঞপ্তিতে KSPCB স্পষ্ট জানিয়েছে যে, স্টুডিও কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ছাড়াই এই স্টুডিও চালাচ্ছে।