দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালক সলমন খান প্রতি সিজনে কত টাকা পারিশ্রমিক নেন, তা নিয়ে প্রতি বছরই জল্পনা তৈরি হয়। সম্প্রতি গুজব উঠেছিল যে, 'বিগ বস ১৯'-এর জন্য অভিনেতা নাকি ১২০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এই বিপুল পারিশ্রমিক এবং 'উইকেন্ড কা বার'-এ (Weekend Ka Vaar) সলমনের বিরুদ্ধে প্রতিযোগীদের প্রতি পক্ষপাতিত্বের পুরনো অভিযোগ—এই দু'টি বিষয় নিয়েই এবার মুখ খুললেন 'বিগ বস ১৯'-এর প্রযোজক ঋষি নেগি।
সলমন কি এপিসোডগুলি দেখেন?