দ্য ওয়াল ব্যুরো: রাতারাতি প্রচারের আলোয় গুজরাতের গান্ধীনগরের পঞ্চম শ্রেণির ছাত্র ইশিত ভাট (KBC child Ishit Bhatt)। কৌন বনেগা ক্রোড়পতি (KBC season 17) সিজন ১৭–এর মঞ্চে হাজির হয়েছিল সে। তবে সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু সে নয়, কাঠগড়ায় উঠেছে তাকে বড় করে তোলার নেপথ্যে তার বাবা-মায়ের ভূমিকা (Parenting)।
অমিতাভ বচ্চনের সঞ্চালিত এই শোতে ইশিতের ‘অতিরিক্ত’ আত্মবিশ্বাসপূর্ণ ভঙ্গি (overconfident child on KBC), কথা বলার সুর এবং সহবত প্রশ্ন তুলে দিয়েছে তার পারিবারিক শিক্ষা নিয়ে।
তার আগে এক নজরে জেনে নেওয়া যাক, ঠিক কী হয়েছিল শো-তে?