দ্য ওয়াল ব্যুরো: এ যেন সিনেমার বাইরের আরেক সিনেমা! যেখানে একদিকে নতুন প্রেমের গল্পে মন ভাসিয়ে দিচ্ছেন করণ জোহর, অন্যদিকে ট্রোলের তীর এসে বিদ্ধ করছে তাঁকেই। কিন্তু উত্তর দিতে জানেন তিনি—অভিমানের বদলে আবেগ, আর কটাক্ষের জবাবে আত্মবিশ্বাস।
#REL
সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক মোহিত সুরির প্রেমের ছবি ‘সাইয়ারা’। আর সেই ছবিকে এমন মুগ্ধ হয়েছেন করণ জোহর যে আবেগ ধরে রাখতে পারেননি। ইনস্টাগ্রামে লেখেন, ‘শেষ কবে সিনেমা দেখে এমন অনুভূতি হয়েছিল মনে নেই... চোখে জল, অথচ মনে এক অদ্ভুত আনন্দ। ভালোবাসার গল্প আবার পর্দায় ফিরেছে, আর গোটা দেশ, নতুন করে প্রেমে পড়েছে।’