দ্য ওয়াল ব্যুরো: ২৫২ কোটি টাকা লেনদেন সংক্রান্ত একটি হাই-প্রোফাইল মাদক মামলায় তলব করা হল সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ওরি (Orhan Awatramani)-কে। এই চাঞ্চল্যকর মামলার তদন্ত করছে মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল।
জানা গেছে, আগামীকাল, অর্থাৎ ২০ নভেম্বর, ওরিকে মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেলের ঘাটকোপার ইউনিটে সকাল ১০টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
#REL