দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদব লড়বেন দু'টি আসন থেকে। সূত্র বলছে, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতার একটি আসন হল পারিবারিক ঘাঁটি রাঘোপুর, আর অন্যটি মধ্য বিহারের মধুবনির ফুলপরাস।
রাঘোপুর আসন রাজনীতির ইতিহাসে যাদব পরিবারকে বিশেষভাবে চেনে। এই আসন থেকেই একসময় মুখ্যমন্ত্রী হয়েছিলেন লালুপ্রসাদ যাদব ও রাবড়িদেবী। তেজস্বী নিজেও এখান থেকেই ২০১৫ সালে রাজনৈতিক ময়দানে পা দেন। ২০২০ সালের নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী সুনীল কুমারকে ৩৮,০০০ ভোটে পরাজিত করে জয়ী হন।
#REL