দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড়সড় পদক্ষেপ করল স্কুল শিক্ষা দফতর (School Education Department)। শুক্রবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন স্কুল মিলিয়ে মোট ২৩ হাজার ১৪৫ জন প্রাথমিক শিক্ষককে বদলির (Teachers Transfer) নির্দেশ দেওয়া হয়েছে।
দফতর জানিয়েছে, এই বদলি সম্পূর্ণভাবে জেলাভিত্তিক হবে— অর্থাৎ শিক্ষকরা নিজ জেলার মধ্যেই অন্য স্কুলে স্থানান্তরিত হবেন। পদক্ষেপের মূল উদ্দেশ্য, ছাত্র-শিক্ষক অনুপাতের ভারসাম্য ফেরানো এবং পঠনপাঠনের মান বজায় রাখা।