দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের পুরন্দরপুরের শ্মশান ঘাটে ভোরের কুয়াশা কাটতে না কাটতেই ধোঁয়া মেশা বাতাসে ভেসে আসে কাঠ পোড়ার গন্ধ। আগুনের কটমট শব্দে মিশে থাকে শোকাহতদের কান্না, মন্ত্রপাঠের গলায় গলায় ওঠানামা। সেই ধোঁয়া-ছাওয়া ঘাটের মাঝখানে একা দাঁড়িয়ে এক মহিলা। এক সময় তিনি ছিলেন নার্স, এখন রাজ্যের ভাষায় ‘সৎকার কর্মী’। তাঁর কাজ, অচেনা মানুষদের শেষ যাত্রায় মর্যাদা দিয়ে বিদায় জানানো।
এই পথটা বেছে নেওয়া তাঁর নিজের ইচ্ছেতে নয় বরং প্রয়োজনের তাগিদে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বাধ্যতাই পরিণত হয়েছে সাহস, সহনশক্তি আর লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে নীরব প্রতিবাদে।
#REL