রফিকুল জামাদার
ভোটের দামামা বেজে গিয়েছে বলেই ইঙ্গিত! আগামী ২ নভেম্বর থেকেই রাজ্যে (West Benga) শুরু হতে পারে SIR (Special Intensive Revision), এমনই বার্তা দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার BLO ও ERO-AERO দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই ইঙ্গিত দিয়েছে কমিশন (Election Commission)।
সূত্রের খবর, কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে- ভোটার তালিকা সংশোধনের আগে প্রতিটি জেলায় প্রস্তুতি খতিয়ে দেখতে হবে। কোথাও যেন ফাঁক না থাকে। কেবল ‘কাগুজে প্রস্তুতি’ নয়, চাই মাঠে নেমে বাস্তব যাচাই।
#REL