দ্য ওয়াল ব্যুরো : কলকাতার বাজারে রূপার দামে দেখা গেল নতুন চমক। মূল্যবান এই ধাতুর দাম সামান্য বেড়েছে, কিন্তু তাতেই বিনিয়োগকারী থেকে সাধারণ ক্রেতা—সবার মধ্যে কৌতূহল ছড়িয়েছে। উৎসবের মরসুমের একেবারে আগে এমন বৃদ্ধি ভবিষ্যতের বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়েই এখন জোর আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা পরোক্ষভাবে রূপার দামের গতিবিধিতেও প্রভাব ফেলছে।
কলকাতায় রূপার দামের সাম্প্রতিক পরিবর্তন