দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বাজারে রুপোর দামে বড়সড় পতন নজরে এসেছে। সম্প্রতি প্রতি কেজি দুই লাখ টাকার ঐতিহাসিক উচ্চতা ছুঁয়ে রেকর্ড গড়ার পরই আজ সকালে রুপোর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। উৎসবের মরসুমের ঠিক আগে এই পতন কি সোনা-রুপোর ক্রেতাদের মুখে হাসি ফোটাবে, না কি বাজারের এই অস্থিরতা শুধুই সাময়িক—তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
রুপোর দামে বড় পরিবর্তন: ২ লাখ ছুঁয়েই কেন পতন?