দ্য ওয়াল ব্যুরো: সোনা-রূপোর দাম বিশ্ব বাজারে অনেকদিনের রেকর্ড স্পর্শ করার পর হঠাৎ কিছুটা কমেছে। আজ, বুধবার সোনার দাম প্রতি আউন্সে ২.৯% কমেছে, আর রুপো প্রতি আউন্সে ২% হ্রাস পেয়েছে।
এর মূল কারণ হল, যে বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে দাম বাড়া দেখার সুযোগ পেয়েছেন, সেই বিনিয়োগকারীরা এবার তাঁদের লাভ তুলছেন। বিশ্লেষকরা বলছেন, এত উঁচু দামে ব্যবসায়ীরা মুনাফা তুলতে চাইছেন, সেটাই স্বাভাবিক।
#REL