দ্য ওয়াল ব্যুরো: রেজিস্ট্রেশন (Registration) না করলে চলবে না টোটো (Toto), পরিবহণ দফতরের (Transport Department) নির্দেশে শোরগোল শহর জুড়ে। ৩০ নভেম্বরের (November 30) মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। গুনতে হবে ১২০০ টাকা। অন্যথায় বাতিল হবে (Cancelled) টোটোর বৈধতা।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শহর থেকে মফস্বল— সর্বত্রই টোটো চালকদের মধ্যে ছড়িয়েছে চাপা ক্ষোভ আর উদ্বেগ। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, “রেজিস্ট্রেশন নয়, ভোট আগে!” অন্যদিকে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাফ জানিয়ে দিয়েছেন, “সময়মতো রেজিস্ট্রেশন না করলে, রাস্তায় চলবে না কোনও টোটো।”
#REL