দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে টোটো রেজিস্ট্রেশনে আশানুরূপ সাড়া না মিলতেই (TOTO registrations slow down) শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল পরিবহণ দফতর (Transport department , West Bengal)।
৩০ নভেম্বর ছিল নথিভুক্তিকরণের শেষ দিন। কিন্তু আবেদনপত্রের সংখ্যা আশানুরূপ না বাড়ায় বুধবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হল—সময়সীমা বাড়িয়ে করা হচ্ছে ৩১ ডিসেম্বর। দফতর সূত্রে দাবি, একাধিক টোটো মালিক সময় বাড়ানোর আবেদন করেছিলেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
#REL