দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী (Taliban Foreign Minister) আমির খান মুত্তাকির (Amir Khan Muttaqi) সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের (Women Journalists) প্রবেশ নিষিদ্ধ করা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। শুক্রবার আফগানিস্তানের দূতাবাসে আয়োজিত এই প্রেস কনফারেন্সে (Press conference in Afghanistan embassy) কোনও মহিলা সাংবাদিককেই ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
মুত্তাকি আফগানিস্তানে তালিবান সরকারের বিদেশমন্ত্রী। নারীদের শিক্ষা ও চাকরির ওপর একাধিক বিধিনিষেধ আরোপের জন্য কুখ্যাত এই তালিবান শাসন। এবার সেই একই মানসিকতা যেন দেখা গেল দিল্লির মধ্যেই।
#REL