দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বাগপত এলাকায় গাঙ্গলোনি গ্রামের একটি মসজিদে ঘটেছে এক ভয়াবহ হত্যাকাণ্ড। স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা মসজিদের আবাসস্থলে ঢুকে নৃশংসভাবে খুন করেছে মুজফফরনগরের বাসিন্দা মৌলবি ইব্রাহিমের স্ত্রী ইসরানা এবং তাঁদের দুই শিশুকন্যা সোফিয়া (৫) ও সুমইয়্যা (২)-কে।
আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাক্কিকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন মৌলবি, আর সেই বিরল সুযোগেই ঘটানো হয়েছে এই বীভৎস ঘটনা।
#REL