প্রতীতি ঘোষ, ইছাপুর
এমন ঘটনা তো লাখে একটা হয়! নইলে ক'জনের কপালে এ ধরনের ফ্যানবয় মুহূর্ত আসে। নায়কের সঙ্গে সাক্ষাৎ শুধু স্বপ্নেই থেকে যায়। ইছাপুরের শিবে পাত্রর (Shibe Patra) কিন্তু তা নয়। সব ঠিক থাকলে এই শীতেই নিজের হাতে লিওনেল মেসিকে (Lionel Messi) চা বানিয়ে খাওয়াবেন শিবে। তাঁর ‘ভগবানের’ হাতে তুলে দেবেন বিশেষ উপহার। এখন শুধু প্রহর গোনা, আর অপেক্ষা।