বাংলা নাটকে পাশ্চাত্য সভ্যতার হাওয়া এনেছিলেন যে অভিনেত্রী তিনি স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। শুধু বাংলার নয়, তিনি সর্বভারতীয় নাট্যভূমির অসামান্যা অভিনেত্রী। বাংলা থিয়েটার জগতের নাট্যসম্রাজ্ঞী স্বাতীলেখা সেনগুপ্তর আজ জন্মদিন। এই বিশেষ দিনে দ্য ওয়ালে স্বনামধন্য পরিচালক ও জনপ্রিয় অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) স্মৃতিতর্পণ করলেন তাঁর স্বাতীদির।
চারাগাছ থেকে বটবৃক্ষ হতে রোজ জলসিঞ্চন করেন যিনি, তাঁর বড় ভূমিকা থাকে। ঠিক তেমন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprasad Mukherjee) কেরিয়ারে টলিলক্ষ্মী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) ভূমিকা। 'দ্য ওয়াল'-এ আজ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁর বন্ধু, পথপ্রদর্শক, ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন নানা সোনালি গল্প।
বাংলা ছবিতে রুচি, বাঙালিয়ানা আর নির্মল আনন্দের সম্ভার এনেছেন যাঁরা, তাঁরা পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। শহরে এখনও রমরমিয়ে চলছে তাঁদের নতুন ছবি 'আমার বস'। বিগত বছরগুলিতে শিবপ্রসাদ-নন্দিতার বেশিরভাগ ছবিতে উল্লেখযোগ্য মুখ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আজ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁর সঙ্গে নানা কাজের সোনালি অভিজ্ঞতা দ্য ওয়াল-এ ভাগ করে নিলেন অপরাজিতা আঢ্য।