দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিকেলের পর থেকে খানিকটা বদলেছিল পরিস্থিতি, ক্লাউড সিডিংয়ে ব্যর্থ হয়ে বৃষ্টি না আনতে পারলেও নিজে থেকেই বদলাচ্ছিল আবহাওয়া ফলে দূষণ কমা শুরু করেছিল। পরিস্থিতি যাতে ভাল-র দিকে যায়, তা নিশ্চিত করতে পুরনো গাড়ি শহরে ঢোকানো বন্ধ করে দেয় প্রশাসন। কিন্তু এত কিছু করে হল কী! খারাপ থেকে ফের খুব খারাপ হল রাজধানীর দূষণের মাত্রা।