দ্য ওয়াল ব্যুরো: আর একদিন পরেই কালীপূজা ও দীপাবলি। তার আগের রাত অর্থাৎ অমাবস্যার ঠিক আগের চতুর্দশী তিথিতে পালিত হচ্ছে বাঙালির লোকাচার ও বিশ্বাসের উৎসব ভূত চতুর্দশী। এই দিনে ভয় নয়, বরং শুভ শক্তিকে আহ্বান জানিয়ে অন্ধকারকে জয় করার প্রস্তুতি চলে ঘরে ঘরে।
লোকবিশ্বাস অনুযায়ী, নরকাসুর রাজা প্রতি বছর এই তিথিতে ভূত-প্রেতদের নিয়ে পৃথিবীতে আসেন। তাঁদের উপস্থিতিতে স্বর্গ ও নরকের দুয়ার খুলে যায়। তাই প্রদীপ জ্বালিয়ে মানুষ অন্ধকার দূর করে এবং অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয়।
#REL